নিউজ ডেস্ক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প সদস্যদের অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার সন্ধ্য ৭ টা ২৫ মিনিটের দিকে যশোর জেলার ঝিকরগাছা থানার আঙ্গারপাড়া গ্রামে অভিযান চালিয়ে উক্ত মাদক আটক করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় গোবিন্দ ঘোষ (৪৮) কে। সে ঝিকরগাছার কৃষ্ণনগর মিস্ত্রি পাড়ার মৃত চৈতন্য ঘোষের ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার ঝিকরগাছা থানার আঙ্গারপাড়া গ্রামস্থ দক্ষিণপাড়ার জামতলা তিন রাস্তার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় উক্ত ব্যক্তিকে মাদকসহ হাতে নাতে আটক করা হয়।