দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় করোনা কালীন লকডাউনে কর্মহীন হয়ে পড়া চা বিক্রেতাদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫১ জন অসহায় চা দোকানীকে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে ১০ কেজি হারে চালসহ ডাল, তেল, আলু, লবন দেয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।