শেখ আরিফুল ইসলাম আশা : লক ডাউনে আমরা বেতন ভাতা থেকে বঞ্চিত হই এমন অভিযোগ করে সাতক্ষীরা বস্ত্র ব্যবসায়ী দোকান শ্রমিক কর্মচারিরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। তারা লকডাউন মানিনা বলে স্লোগান দিয়ে লকডাউন প্রত্যাহারেরও দাবি জানান।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে পৃথক বিক্ষোভ ও মানববন্ধন করে তারা জানান লকডাউন চলাকালে দোকান মালিকরা তাদের বেতন ভাতা দিতে চান না। সামনে পবিত্র রমজান ও ঈদ উল্লেখ করে তারা আরও বলেন বস্ত্র ব্যবসায়ীরা বেতন বোনাস না দিলে তাদের না খেয়ে থাকতে হবে।
তারা বলেন হয় তাদের বেতন ভাতা নিশ্চিত রতে হবে না হয় লকডাউন প্রত্যাহার করতে হবে। বিক্ষোভকালে তারা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের গাড়ি ঘেরাও করে স্লোগান দেন।
এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন বস্ত্র ব্যবসায়ী দোকান মালিক সমিতির কর্মচারি এসোসিয়েশনের সভাপতি মো. কবির হোসেন।