দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় করোনা সংক্রমনের উর্দ্ধগতি কমাতে চলমান লকডাউন বাস্তবায়ন ও আরোপিত বিধি-নিষেধ মানাতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অব্যহতভাবে টহল দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
রবিবার সকাল থেকে দিনভর একাধিকবার উপজেলার পারুলিয়া, সখিপুর, গাজীরহাট, কুলিয়াসহ বিভিন্ন বাজার এলাকায় টহল দিতে দেখা যায় সেনাসদস্যদের।
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাপ্পী দত্ত রনির নেতৃত্বে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র অপারেশন অফিসার আলিয়ার রহমানসহ অন্যান্য সেনাসদস্যদের নিয়মিত টহল ও তৎপরতায় ক্রমশ ঘরমুখো হচ্ছে লকডাউন উপেক্ষা করে বাইরে বের হওয়া মানুষেরা।
উল্লেখ্য, সীমান্ত জেলা সাতক্ষীরায় ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের সংক্রমন কমাতে অসামরিক আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য ১ জুলাই থেকে মাঠে নেমেছে সেনাবাহিনী।