আজ সকাল-১১.০০ ঘটিকার সময় বেসরকারী ও মানবাধিকার উন্নয়ন সংস্থা লাইট হাউসের আয়োজনে, আইসিডিডিআরবির কারীগরি সহায়তায় ও দি গ্লোবাল ফান্ডের আর্থিক সহযোগিতায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় এইডস ও এসটিডি কন্ট্রোল, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত, “ প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কি পপুলেশন ইন বাংলাদেশ” প্রকল্পের কার্যক্রম, লক্ষিত জনগোষ্টির মধ্যে এইচআইভি এইডস প্রতিরোধে এবং সঠিক
সেবা ও অধিকার রক্ষায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ধর্মীয়নেতা, শিক্ষক, আইনজীবি, স্বাস্থ্য সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মানবাধিকার কর্মীদের সমন্বয়ে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এইচআইভি/এইডস প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ও প্রধান রিসোর্স পারর্সন হিসেবে উপস্থিত ছিলেন সাত্ক্ষীরা জেলার সিভিল সার্জন, ডাঃ মোঃ হুসাইন শাফায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক কুমার চক্রবর্তী ও সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ সাইফুল ইসলাম । সচেতনতামুলক সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাব-ডিআইসি ইনচার্জ মোঃ সন্জু মিয়া।
পাওয়া পয়েন্ট প্রেজেন্টেশনে তিনি লাইট হাউসের ভিশন, মিশন, চলমান কার্যক্রম, প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, সার্ভিস ডেলিভারী মডেল, কর্ম-এলাকা, ডিআইসির কর্মী সংখ্যা, প্রকল্পের কর্ম-এলাকা, প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠিরর সংখ্যা, ত্রৈমাসিক কাজের অগ্রগতির প্রতিবেদন, রেফার সার্ভিস, আচরণ পরিবর্তনের উপকরণ, বাংলাদেশ ও বিভাগ ভিত্তিক এইচআইভি/এইডসের পরিসংখ্যান, এইচআইভি জন্য ঝুকিঁপূর্ণ জনগোষ্ঠি কারা, কেন ঝুকিঁপূর্ণ, এইচআইভি কিভাবে ছড়ায়, এইচআইভি সংক্রমণ থেকে নিরাপদ থাকার উপায় এবং মহামারী করোনা ভাইরাস সময় যে ব্যবস্থায় ডিআইসির মাধ্যমে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে সেই বিষয়ে তথ্য উপস্থাপন করেন ।
পাওয়ার পয়েন্ট পেজেন্টেশন শেষে মুক্ত আলোচনায় অংশ নিয়ে অংশ গ্রহণকারীগণ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং চলমান কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পরামর্শ দেন। অংশ গ্রহণকারীগণের প্রশ্নের উত্তরদেন মিটিং এর প্রধান অতিথি ও প্রধান রিসোর্স পারর্সন সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত ও সাব-ডিআইসি ইনচার্জ মোঃ সন্জু মিয়া। তারপর শুরু হয় অতিথিদের বক্তব্য।
বিশেষ অতিথি সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক কুমার চক্রবর্তী বলেন, লাইট হাউস এইচআইভি/এইডস প্রতিরোধে যে উচ্চ ঝুঁকিপূর্ণ হিজড়া ও এমএসএম জনগোষ্ঠীদের নিয়ে কাজ করছে তা অত্যন্ত সময় উপযোগী ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধান রিসোর্স পারসন সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত বলেন, লাইট হাউস এইচআইভি/এইডস প্রতিরোধে উচ্চ ঝুঁকিপূর্ণ পূরুষ, হিজড়া ও মহিলা যৌনকর্মীদের নিয়ে সাতক্ষীরা জেলায় দীর্ঘদিন যাবৎ কাজ করছে। লাইট হাউস সিভিল সার্জন অফিসের সাথে সর্বদা যোগাযোগ করেই কাজ করছে। এই প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠী আসলে পরিবার এবং সমাজের অবহেলিত এবং এইচআইভির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তিনি বাংলাদেশের এইচআইভি এইডসের বর্তমান পরিসংখ্যান তুলে ধরে বলেন, সরকারী হিসেব ২০২১সালের প্রকাশিত তথ্যমতে বর্তমানে ৮৭৬১ জন এইচআইভি পজিটিভ ব্যক্তি রয়েছে। এই সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এইচআইভি পজিটিভদের প্রয়োজনী সেবা প্রদানের জন্য সরকারী ভাবে ১০ টি এআরটি সেন্টার স্থাপন করে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তাই আমাদের সকলের উচিত লাইট হাউসসহ যে সকল সংস্থা এইচআইভি এইডস প্রতিরোধে কাজ করছে তাদের সহযোগিতা করা।
এই প্রকল্পের কোন বেনিফিসিয়ারীর যদি কোন চিকিৎসা সেবার প্রয়োজন হয়, তাহলে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করে। অনুষ্ঠান শেষে তিনি, লাইট হাউসের তালিকাভুক্ত এক হিজড়া সেবা গ্রহীতা সদ্য সমাপ্ত ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে মেম্বার নির্বাচিত হওয়ায় মোছাঃ কুলছুম খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানান।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক কুমার চক্রবর্তী । প্রেস বিজ্ঞপ্তি