স্টাফ রিপোর্টার : জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থ শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ আগষ্ট) বিকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের “লাইফ এন্ড হোপ” ফাউন্ডেশনের উদ্যোগে ৩৮ জন দুস্থ অসহায় প্রতিবন্ধী মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে সভাপতিত্ব করেন লাইফ এন্ড হোপ ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাষ্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সহ-সভাপতি শেখ সায়িদ উদ্দিন, যুগ্ন সম্পাদক সৈয়দ ফিরোজ কমাল শুভ্র, আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন অর-রশিদ দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার প্রমুখ।
লাইফ এন্ড হোপ এর উদ্যোগে আজ ৩৮ জনসহ সাতক্ষীরা জেলায় পর্যায়ক্রমে মোট ১ হাজার দুস্থ অসহায় প্রতিবন্ধী মাঝে এ হুইল চেয়ার বিতরণ হবে। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় করোনা কালিন সময়ে এই মানবিক সহায়তার পাশাপাশি বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে।