স্টাফ রিপোর্টার : সদরের লাবসার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ তৌহিদুজ্জামান তোতা (৭০) ইন্তেকাল করেছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিনি হার্ট স্টোর্ক জনিত কারনে মারা যান (ইন্না লিল্লা…….রাজেউন)।
সূত্রে জানাগেছে, সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের মাগুরা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সুন্দরবন টেক্সটাইল মিল সিবিএ’র সাবেক সহ-সভাপতি শেখ তৌহিদুজ্জামান তোতা সোমবার রাত সাড়ে ৯টার দিকে সুন্দরবন টেক্সটাইল মিল গেট সংলগ্ন মাহিন্দ্রা মালিক ও চালক শ্রমিক ইউনিয়নের অফিসে বসে ছিলেন। হঠাৎ তিনি বুকে ব্যাথা অনুভব করলে স্থানীয়রা দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক শ্রমিক নেতা শেখ তৌহিদুজ্জামান তোতা মৃত্যুকালে ২ স্ত্রী, ৫ কন্যা ও ১ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় মাগুরা দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তালা উপজেলার পাটকেলঘাটা চৌগাছায় তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।
এদিকে, মাগুরা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ তৌহিদুজ্জামান তোতা’র মৃত্যুর খবর পেয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে মাগুরার বাড়িতে উপস্থিত হন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সরদার নজরুল ইসলাম,
লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান শাহনাওয়াজ, পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল।
এছাড়া উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসেনুল হাবিব মিন্টু, তালতলা-গোপিনাথপুর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবসা ইউপি সদস্য মনিরুল ইসলাম, আ’লীগ নেতা জুলফিকার আলী ভুট্টো, সাবেক সিবিএ নেতা শেখ শওকত আলী, আ’লীগ নেতা আবুল হোসেন খোকন, মাহিন্দ্রা শ্রমিক নেতা গাউস আলী, ছাত্রলীগ নেতা এনামুজ্জামান নিপ্পন প্রমুখ।