নিজস্ব প্রতিনিধি : লাবসা যুব সংঘের আয়োজনে ৮দলীয় ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে লাবসা পল্লীমঙ্গল ফুটবল মাঠে ৮দলীয় ক্রিকেট টুর্ণামেন্টে লাবসা ক্রিকেট একাডেমি বনাম শের খান ক্রিকেট একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৬ওভারের খেলায় লাবসা একাডেমী সবকয়টি ইউকেট হারিয়ে ৬৪ রান করে।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শের খান ক্রিকেট একাদশ ৫.৩ বল খেলে ৬৫ রান করে জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। স্থানীয় ক্রীড়া সংগঠক শেখ আলমগীর হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভির হুসাইন সুজন, তুষার মামুন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুর্ণামেন্টে শের খান ক্রিকেট একাডেমীর অধিনায়ক সাইদুর রহমান অপু চ্যাম্পিয়ন ট্রপি হিসেবে ৮ হাজার টাকা এবং রানার আপ দলের অধিনায়ককে ৫হাজার টাকা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লাবসা পল্লীমঙ্গল সমিতির যুগ্ম সম্পাদক শেখ আব্দুল আলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *