শ্যামনগর প্রতিনিধি : লিডার্স এর বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন বুধবার সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর প্রধান কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি বিধুস্রবা মণ্ডল, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। সভায় লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় ২০২০-২০২১ সালের আর্থিক ব্যয় অনুমোদন করা হয় এবং ২০২১-২০২২ সালের বাজেট উপস্থাপন করা হয়। এছাড়া লিডার্স এর আগামী অর্থবছরের কর্মপরিকল্পনায় দুটি নতুন কার্যক্রম সংযুক্ত করা হয়েছে। স্থানীয় সমস্যা হিসাবে টেকসই বেড়িবাঁধ নির্মানে ও দুর্যোগে মানেুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।