দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু হত্যা মামলার একমাত্র জীবিত ও প্রত্যক্ষ স্বাক্ষী মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান। শুক্রবার বিকালে সখিপুরের ধোপাডাঙ্গাস্থ ভাষা সৈনিকের বাসভবন সংলগ্ন মাজারে উপস্থিত হয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ভাষা সৈনিকের স্ত্রী কারিমুন নেছা, মেয়ে সুইডেনের রাজধানী ষ্টকহোমে কর্মরত প্রবীন ও প্রতিবন্ধী উন্নয়ন ইউনিটের সহকারী ব্যবস্থাপক শাহনাজ খান, নব-নির্বাচিত সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতুসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *