স্টাফ রিপোর্টার : রাতভর আগুনে পুড়লো সততা ফার্নিচারের কারখানা। দূর্বিত্তদের ছোড়া আগুনে সততা ফার্নিচারের কারখানায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে শহরতলির তালতলায় বিজিবি ক্যাম্পের সামনে সোলাইমান মার্কেটে।

সূত্রে জানাগেছে, সদর উপজেলার তালতলা দক্ষিণপাড়ার মৃত আব্দুল গফুরের ছেলে তালতলা-গোপিনাথপুর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন সাতক্ষীরা বিজিবি ক্যাম্পর ২নং গেট সংলগ্ন সোলাইমান মার্কেটে একুশ বছর যাবত ফার্নিচারের ব্যবসা করে আসছিলো।

প্রতি দিনের ন্যায় মঙ্গলবার রাত ১১টার দিকে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। রাতের কোন এক সময় কে বা কারা আওয়ামী লীগ নেতা ফানির্চার ব্যবসায়ীর কারখানায় আগুন ধরিয়ে দেয়। সকাল ৬টার দিকে স্থানীয় প্রতিবেশিরা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তাৎক্ষনিক সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রে আনে।

এরই মধ্যে সততা ফার্নিচারের কারখানায় থাকা ড্রেসিং টেবিল, ওয়াড ড্রপ, দুইটি সিলিং ফ্যান, ৫০ সেপ্টির কাঠসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এব্যাপারে, ক্ষতিগ্রস্থ ফার্নিচার ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন জানান, বেসরকারি সংস্থা ব্র্যাক থেকে ২ লক্ষ টাকা লোন নিয়ে দীর্ঘদিন যাবত তিনি বিজিবি ক্যাম্পের সামনে কাঠ ব্যবসা করে আসছি। ২৭ জুলাই মঙ্গলবার দিনগত গভির রাতে শত্রুতামূলক ভাবে দূর্বৃত্তরা আমার কারখানায় আগুন লাগিয়ে দেয়।

এঘটনায় ফার্নিচার ব্যবসায়ী আলতাফ হোসেনের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *