সাতক্ষীরায় হতদরিদ্রদের মাঝে খাসজমি বন্টন ও পুর্নবাসনের দাবিতে ভূমিহীন সমিতির গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভূমিহীন নেতা হায়দার আলীর সভাপতিত্বে গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব ও জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ভূমিহীণ সমিতির মহিলা সম্পাদিকা মঞ্জুয়ারা খাতুন, ভূমিহীন নেত্রী নুরজাহান সাদিয়া, রাবিক হাসান বাবু, বিষ্ণুপদ দাস, ফিরোজ হাসান, রাজু প্রমূখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার ৫ নং ওয়ার্ডের প্রায়সায়ের খাল পাড়ে ১২/১৩ বিঘা জমি অবৈধভাবে একটি ভূমিদস্যু চক্র ভোগ দখল করে আসছে।

উক্ত জমি উদ্ধার করে হতদরিদ্রদের পাশাপাশি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টন করার দাবি জানান। বক্তারা আরও বলেন, ওই ভূমিহীন নামধারী কথিত নেতারা জেলার বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে খাসজমি দখল করিয়ে দেওয়ার নামে হতদরিদ্র মানুষের কাছ থেকে লাখো লাখো টাকার অর্থ আদায় করছে।

এখানেই শেষ নহে, ওই চক্রের নেতারা প্রশাসনের বিভিন্ন ব্যক্তি কর্তাদের পাশাপাশি এনজিও মালিকদের জিম্মি করে অর্থ আদায় করছে। যা এলাকার সবার মুখে মুখে। ওই কথিত নেতাদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানান বক্তারা।

এছাড়াও বক্তারা বলেন, বাটকেখালী এলাকার ইয়াকুব জমাদ্দার এর ইট ভাটার মধ্যে প্রায় ৫ একর খাসজিম রয়েছে। ওই জমি অদ্যাবধি প্রশাসন উদ্ধার করতে পারেনি। তাই ওই জমি উদ্ধার পূর্বক হতদরিদ্রদের মাঝে খাসজমি বন্টন ও অসহায় ভূমিহীনদের পুর্নবাসন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। সেটি করতে ব্যর্থ হলে ঈদ উল ফিতরের পরে বৃহৎ কর্মসূচী গ্রহণ করবেন জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *