দীপক শেঠ, কলারোয়া : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ট পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ড্রপ ডাউন ওয়াল ব্যানার প্রদর্শন ও  দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হযেছে।

বৃহস্পতিবার(৫ আগষ্ট) সকাল ১১ টার দিকে সিংগা হাইস্কুল ভবনে প্রদর্শিত ব্যানারের সম্মুখে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুস সালামের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আব্দুস সবুর, আব্দুর রউফ, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার প্রদীপ কুমার বিশ্বাস,জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন কুমার সরকার, বদরুজ্জামান, কর্মচারী শাহিদা খাতুন প্রমুখ।

অনুরুপভাবে, উপজেলার মুরারীকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, মডেল মাধ্যমিক বিদ্যালয়, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, সরসকাটি হাইস্কুল, কে,এস,কে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়,কলারোয়া আলিয়া মাদ্রাসা, বামনখালী হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ড্রপ ডাউন ওয়াল ব্যানার প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *