নিজস্ব প্রতিনিধি : আগামী ২ ডিসেম্বর ২০২২ বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ) সুব্রত পাল ( সিআইপি) সাতক্ষীরায় আগমন ও শহীদ শেখ ফজলুল হক মনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে বুধবার (৩০ নভেম্বর ) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির হল রুমে সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ জাহিদ হোসেন, মোঃ গোলাম কিবরিয়া বাবু, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পি প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়ায় উপজেলা যুবলীগ নেতা সঞ্জয় কুমার সাহা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অর্পন গাইন অপু, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, শিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আবুল কাশেম, আলিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিবুল্লাহ সরদার, ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ সহ সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শহীদ শেখ ফজলুল হক মনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম।