হাফিজুর রহমান শিমুল : শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার তথা দেশের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষার্থীদের কাছে সমাজ অনেক কিছু করে। কালিগঞ্জের কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজে শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রী ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হালিমুর রহমান বাবু একথা বলেন।
কলেজের অধ্যক্ষ আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে ও কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক রামপ্রসাদ ঘোষের সঞ্চালনায় বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে বিশেষ অতিথির রক্তব্য রাখেন কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আহম্মাদ আলী সরদার, শিক্ষক প্রতিনিধি প্রভাষক সাজেদুল বারী, সহকারী অধ্যাপক আব্দুল হামিদ, তারালী ইউপি সদস্য এনামুল হোসেন এনাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন কালিগঞ্জ থানা এলাকা থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিংসহ সকল প্রকারের অপরাধনির্মূলে থানা পুলিশ কাজ করছে। স্কুল কলেজে যাতায়াতের পথে কেউ ইভটিজিংয়ের শিকার হলে সঙ্গে সঙ্গে থানা পুলিশকে জানালে আমরা তড়িৎ গতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে পারবো।
আমি কালিগঞ্জ থানায় যোগদানের পর হতে চেষ্টা করছি সকল প্রকার অপরাধনির্মূল করে জনতা যেনো শান্তি এবং শস্তিতে থাকতে পারে। মতবিনিময় সভায় কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটি, কলেজের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, সূধী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।