ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আব্দুর রহমান নীরবকে সভাপতি ও ইয়াছিন আরাফাত হৃদয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
১৫ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী এই কমিটির অন্যান্যরা হলেন, মাকসুদা খাতুন জেরিন ও মোঃ শাহেদ সহসভাপতি, তামিম রোহান যুগ্ম সম্পাদক, মোঃ ফরিদ গাজী সাংগঠনিক সম্পাদক, মাসুম বিল্লাহ দপ্তর সম্পাদক, পরশ মনি কোষাধ্যক্ষ, জিএম রাফিদ রাহি প্রচার সম্পাদক, মোঃ রাসেল তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, মেহেদি হাসান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং নির্বাহী সদস্য যথাক্রমে মুহিন হাসান, লামিয়া খাতুন জেরিন, ইফতি জামিন ও হৃদয় মন্ডল।
সভায় অন্যান্যদের মধ্যে বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান ও যুব সংগঠক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।