বিশেষ প্রতিনিধি : প্রশাসনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অসহায় প্রতিবন্ধী ১০ শতাংশ অগ্রাধিকারের দাবিসহ ১১ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শতাধিক অন্ধ ও বিভিন্ন স্তরের শারিরীক প্রতিবন্ধীরা এই কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ। সমাবেশে ১১ দফা দাবি আদায়ের স্বপক্ষে বক্তব্য রাখেন শুকুর আলী, সাইদুল ইসলাম, নুরজাহান খাতুন, ফজর আলী, মফিজুর রহমান, আব্দুস সামাদ ও আব্দুস সাত্তার।

সভাপতির বক্তব্যে আব্দুস সামাদ বলেন, চলমান তীব্র শীতে প্রশাসনের শীতবস্ত্র বিতরণে অবশ্যই অসহায় প্রতিবন্ধী ১০ শতাংশ অগ্রাধিকার দিতে হবে। প্রশাসনের দিক থেকে যে সব শীতবস্ত্র বিতরণ করা হয় তার মধ্যে প্রতিবন্ধীদের গুরুত্ব দিতে দেখা যাচ্ছে না। এছাড়া প্রতিবন্ধীদের যাচাই বাছাই না করে বিভিন্ন মানুষকে প্রতিবন্ধী দেখিয়ে সহায়তা নিয়ে নিচ্ছে অন্য সুস্থরা। প্রতিবন্ধীদের ৮৫০ থেকে পাঁচ হাজার টাকা করা সহ ১১ দফা দাবি উত্থাপন করেন আব্দুস সামাদসহ অন্য বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *