বিশিষ্ট টিভি নাট্য পরিচালক মুছা করিমের পরিচালনায় করোনায় সাধারণ মানুষের জীবন জীবিকার চিত্র ফুটিয়ে উঠানো হয়েছে। এই নাটকটিতে। এছাড়া স্বাস্থ্যবিধি নানান বিষয় তুলে ধরা হয়েছে এই নাটকটিতে। উক্ত নাটকটি সাতক্ষীরায় বিভিন্ন গ্রাম্য পরিবেশে এবং আলফা হোমিও মেডিসিন হলের চেম্বারে শুটিং করা হয়েছে।
নাটকটিতে ডাক্তার হিসেবে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ সাতক্ষীরায় সাধারণ সম্পাদক আসিফুল আলম (আসিফ)। এছাড়া অভিনয় করেছেন মুছা করিম, অতুল কুমার, সুমী, খুকু, অনুজিৎ, মনির, ইব্রাহিম, শহিদুল, ফুল প্রমুখ।
নাটকটি খুব শিঘ্রই বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের ইউটিউব চ্যানেল (Bandhon Telemedia) সহ টিভি চ্যানেলে প্রচারিত হবে। সবাইকে উক্ত নাটকটি দেখার জন্য আহ্বান করা হলো। প্রেস বিজ্ঞপ্তি