স্টাফ রিপোর্টার : ২৫ ডিসেম্বর। শুভ বড়দিন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। এই ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মন্ডলির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন।
২৫ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় মিশন পরিদর্শনে করেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। তিনি খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন খ্রিস্টান এ্যাসোসিয়েশন কলারোয়ার সভাপতি মিঃ প্রশান্ত মন্ডল, সহ সভাপতি আনন্দ মাইকেল সরকার, সাধারণ সম্পাদক রনজিত মন্ডল, সাংগঠনিক সম্পাদক সুভাষ্টিন মিত্র (কালু), কয়লা ক্যাথলিক মিশনের সভাপতি মি. প্রশান্ত মন্ডল প্রমুখ।