স্টাফ রিপোর্টার : কলারোয়ায় আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের সাথে উপজেলা জাতীয় শ্রমিকলীগের নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধা সাড়ে ৭টায় সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের নিজস্ব কার্যালয়ে ফুল নিয়ে উপস্থিত হন উপজেলা জাতীয় শ্রমিকলীগের নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
কলারোয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক মো: আব্দুর রহিম’র নেতৃত্বে জেলা পরিষদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শেখ শহিদুজ্জামান মিঠু, শেখ শহীদ আলী, সদস্য সচিব জাহাঙ্গীর কবির বাবলু, সদস্য লিয়াকত হোসেন, জাহাঙ্গীর হোসেন, কাজী মুক্তা, সন্দীপ রায়, মাগফুর রহমান, আলী হোসেন, কবিরুল ইসলাম, মন্টু ইসলাম, বাবলু সরদার, লাল্টু, মুরাদ হাসান জনি, সন্তশ কুমার সহ কলারোয়া উপজেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
এসময় শেখ আমজাদ হোসেন শ্রমিকলীগ নেতৃবৃন্দ কে মিষ্টিমুখ করান।
এসময় শেখ আমজাদ হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কলারোয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে পুনরায় সরকার গঠনে কাজ করার আহবান জানান।
##