জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়াঙ্গনের সফল সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা সিটি কলেজ চত্তর ও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ৭২ টি বৃক্ষরোপন করা হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, জেলা আওয়ামী লীগের সদস্য জিয়াউর রহমান বাচ্চু, জেলা পরিষদের সদস্য আলফেরদাউস আলফা, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও ঢাকা কলেজের মেধাবী ছাত্র জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সুমন হোসেন, সাবেক ছাত্রনেতা জাহিদ হোসেন বাপ্পি, সিটি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভীর হোসাইন জুয়েলসহ ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)