স্টাফ রিপোর্টার : বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকীতে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টায় শহরের খুলনা রোডমোড়ে সংগঠনের কার্যালয়ে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌরশাখার সভাপতি ও এম আর পরিবহনের চেয়ারম্যান মোঃ নুরুল হকের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি রাশেদুজ্জামান রাশি, সহ সভাপতি আব্দুর রউফ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মটর শ্রমিকের সাবেক সাধারণ সম্পাদক আকতারুজ্জামান মহব্বত, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সদর উপজেলার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রুবেল, পৌর কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন হাজী মহাশিন মোল্যা, গোলাম মোস্তফা, মনজুরুল ইসলাম, তৈয়বুর রহমান, হারুণ উর রশিদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মটর শ্রমিকের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি। দোয়া পরিচালনা করেন সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম।