বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশনের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়াসংস্থার ব্যবস্থাপনায় শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা সাতক্ষীরা স্টেডিয়ামে ০১-০২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়। ৩২টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।
খেলা ৭টি উপজেলার মধ্যে আশাশুনি উপজেলা সর্বোচ্চ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং সাতক্ষীরা সদর রানার্সআপ হয়। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। এছাড়া সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার এ্যাথলেটিকস্ উপ-কমিটির সকল কর্মকর্তা ও সদস্যসহ জেলা ক্রীড়াসংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ফলাফল, আশাশুনি উপজেলা গোল্ড- ৭, সিলভার-৬, ব্রোঞ্জ-৩। সাতক্ষীরা সদর গোল্ড-৭, সিলভার-৩, ব্রোঞ্জ-৩। দেবহাটা গোল্ড-৬, সিলভার-৬, ব্রোঞ্জ-৮। কালিগঞ্জ গোল্ড-৪, সিলভার-৩, ব্রোঞ্জ-৬। কলারোয়া-গোল্ড-৩, সিলভার-৭, ব্রোঞ্জ-১। তালা-গোল্ড-৩, সিলভার-২, ব্রোঞ্জ-৩। শ্যামনগর-গোল্ড-১, সিলভার-২, ব্রোঞ্জ-১। প্রেস বিজ্ঞপ্তি