স্টাফ রিপোর্টার : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে মঙ্গলবার সন্ধায় শহরের খুলনা রোড মোড়ে সংগঠনের কার্যালয়ে মাদার অব হিউম্যানিটি গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ৭৫ তম শুভ জন্মদিন উদযাপন করা হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও এমআর পরিবহনের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি রাশেদুজ্জামান রাশি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন।
এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জেলা শাখার সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, পৌর শাখার সাধারণ সম্পাদক কবীর হোসেন, গোলাম মোস্তফা, মঞ্জুরুল আলম, মেহেদী হাসান, তৈয়বুর রহমান, সোহেল, আলমগীর, রাজু, বাবু প্রমুখ।