আলতাফ হোসেন বাবু : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে সাতক্ষীরায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে রবিবার সন্ধায় শহরের খুলনা মোড়ে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালেরচিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি আব্দুল আলিম সরদার, ৯নং ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মনজুরুল, আলমগির আলম, তৈবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবুকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।