খুলনা, ২৫ আশ্বিন (১০ অক্টোবর) : আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ (রবিবার) বিকেলে খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষ্যে ১৮ অক্টোবর আলোচনা সভা, নগরীর সকল মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলোচনা অনুষ্ঠানে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খুলনা জেলা তথ্য অফিস দিবসটি পালনের অংশ হিসেবে নগরীর জনগুরুত্বপূর্ণ স্থানে শেখ রাসেল এবং জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে।

প্রতœতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় জাদুঘরে ঐ দিন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের সুবিধা থাকবে। এছাড়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে শিশুদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ ও বৃক্ষ রোপন করা হবে।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, খুলান সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *