স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সাতক্ষীরায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে সোমবার শহরের খুলনা রোড মোড়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো: নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি রাশেদুজ্জামান রাশি, সহ-সভাপতি আব্দুল আলিম সরদার, সহ-সভাপতি আব্দুর রব খোকন, জেলা তাঁতীলীগের সভাপতি মারুফ হোসেন, মধুবাগ আবাসিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান ।
এছাড়া উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পৌর ৯নং ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, যুগ্মসাধারণ সম্পাদক আলম, তৈবুর প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশের রুপকার দেশনেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দূর্নীতি মুক্ত, শোষনমুক্ত, সাম্প্রদায়িকমুক্ত বাংলাদেশ উন্নয়নে বিশ্বের মাঝে এখন রোল মডেল।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নে এগিয়ে চলেছে তখনী সাম্প্রদায়ি শক্তি বিভিন্ন ভাবে দেশে ও দেশের বাইরে আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্বাধীনতার বিপক্ষের শক্তি সড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ঐকবদ্ধ লড়াইয়ের মাধ্যমে সকল প্রকার সড়যন্ত্র প্রতিহত করবে।