বিশেষ প্রতিনিধি : শোক শ্রদ্ধা ভালোবাসা স্মরণের মধ্যদিয়ে পালিত হচ্ছে সাতক্ষীরার গণমানুষের নেতা স.ম আলাউদ্দিনের ২৬তম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনভর নানা কর্মসূচির আয়োজন করেছে। সকাল থেকে বিভিন্ন সংগঠন মরহুমের গ্রামের বাড়ি তালা উপজেলার মিঠাবাড়ি গিয়ে কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতের আয়োজন করে।
জেলা আওয়ামী লীগ: সকাল ১০টার সময় শ্রদ্ধা নিবেদন করে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, তালা উপজেলা কমিটির সভাপতি শেখ নুরুল ইসলাম, শেখ আনসার আলী, স.ম আক্তারুল ইসলাম, সমীর কুমার বসু প্রমুখ।
জেলা কৃষক লীগ: সকাল ৯টার দিকে সংগঠনের জেলা সভাপতি বিশ্বজিত সাধু ও সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেনের নেতৃত্বে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা তাঁতী লীগ: জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পরপরই শ্রদ্ধা নিবেদন করে জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ।
সাতক্ষীরা সাংবাদিক ঐক্য: সকাল ১০টার পর জেলা সাংবাদিক ঐক্যের নেতৃবৃন্দ মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করে। সংগঠনের সদস্য সচিব শরীফুল্লাহ কায়সার সুমনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি মোঃ আনিসুর রহিম, সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম, আমিরুজ্জামান বাবু, শেখ রফিকুজ্জামান শাওন, আসাদুজ্জামান সরদার, মুনসুর রহমান, আশরাফুল ইসলাম খোকন প্রমুখ।
সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন: সংগঠনের আহবায়ক আবুল কাশেম ও সদস্য সচিব আমিনা বিলকিস ময়নার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের অপর গ্রুপের সদস্য সচিব শেখ আহসানুর রহমান রাজিব, এম জিল্লুর রহমান প্রমুখ।
দৈনিক পত্রদূত: দৈনিক পত্রদূতের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বার্তা সম্পাদক এসএম শহিদুল ইসলাম, জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, শেখ আব্দুল আলিম, আব্দুর রহিম, সেলিম হোসেন, আল মামুন প্রমুখ।
বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়: প্রধান শিক্ষক লায়লা পারভিন সেঁজুতির নেতৃত্বে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে মরহুমের কবরে শ্রদ্ধা জানানো হয়। সকাল ১০টার দিকে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মরহুমের রাজনৈতিক সহকর্মী শেখ আনসার আলী।