শ্যামনগর ব্যুরো: আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে একই স্থানে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সমাবেশ আহবান করায় ১৪৪ ধারা জারি করেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন। ১৬ অক্টোবর শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজার গিফারী স্বাক্ষরিত একপত্রে গাবুরা গাইনবাড়ী হাইস্কুল শহীদ মিনার প্রাঙ্গণ এবং তার আশে পাশে ৪শ গজের মধ্যে ১৬ অক্টোবর বিকাল ৩টা থেকে ১৭ অক্টোবর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ২৪ ঘটনার জন্য ১৪৪ ধারা জারি করা হয়।
আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে ১৬ অক্টোবর বিকালে গাইনবাড়ী হাইস্কুল প্রাঙ্গণে এক জনসভার আয়োজন করেন আওয়ামী লীগ নেতা শফিউল আজম লেলিন। একই স্থানে ও একই সময়ে চেয়ারম্যান প্রার্থী জি এম আবিয়ার রহমান নির্বাচনী জনসভার ঘোষণা দেন। এনিয়ে এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা থাকায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।