বিশেষ প্রতিনিধি: বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে নিয়োজিত থাকায় সাতক্ষীরা প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়িকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে শ্যামনগরের কলাবাড়ির জাহানারা মোকসেদ ফাউন্ডেশনের পক্ষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। স্বপ্নসিঁড়ির পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান পলাশ।
জাহানারা মোকসেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস এম জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, বিশেষ অতিথি ছিলেন খালেদা আয়ুব ডলি, প্রভাষক সাইদুজ্জামান সাইদ, জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামি প্রমুখ।