নিজস্ব প্রতিনিধি : হাইকোর্টের নির্দেশনাকে অবজ্ঞা করে মানববন্ধন করেছে শ্যামনগরের একটি প্রতিক্রিয়াশীল মহল। ২ অক্টোবর শনিবার সকাল ১১ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা যে কোনো মূল্যে ডিসি মার্কেট নির্মাণ বন্ধের ঘোষণা দেওয়া হয়। শ্যামনগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক এবং মহামান্য হাইকোর্ট এর রিট পিটিশন নং ৫৯৯৬/২০২১ এর নির্দেশ মোতাবেক শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি)’র উপস্থিতিতে গত ৩০ সেপ্টেম্বর শ্যামনগরের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার জন্য সরকারি হাটবাজার নীতিমালা নিয়ম মেনে চুক্তিপত্র অনুযায়ী দোকান ঘরের দখল ও সীমানা হস্তান্তর করা হয়।

এরপর সরকারি নির্দেশ এবং হাইকোর্টের নির্দেশনার আলোকে ব্যবসায়ীরা দোকানঘর নির্মাণ শুরু করলে শ্যামনগর একটি মহলের গাত্রদাহ শুরু হয়। তারা হাইকোর্টের নির্দেশনাকে অপব্যাখ্যা দিয়ে শ্যামনগর বাজারে মাইকিং করে একটি মানববন্ধনের আয়োজন করে।

কিছু অসাধু ব্যবসায়ী এবং এলাকার একটি প্রতিক্রিয়াশীল মহল বৈধ ব্যবসায়ীদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন। নকিপুর বাজারের ব্যবসায়ী আনিসুর রহমান, কামরুল ইসলাম কামু, আব্দুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম সহ কয়েকজন ব্যবসায়ী জানান, মহামান্য হাইকোর্ট এর রিট পিটিশন অবজ্ঞা করে ব্যবসায়ীদের আড়ালে কিছু প্রতিক্রিয়াশীল ব্যক্তি প্রশাসন ও আদালতের বিরুদ্ধে ঔদ্ধত্যমূলক বক্তব্য প্রদর্শন করেছেন।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, জাসদ নেতা স ম মাহবুব এলাহি, মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ, শেখ আকতার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *