বিশেষ প্রতিনিধি, শ্যামনগর : সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ মার্চ সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি,এম, আকবর কবীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।
সভাপতি স্বাগত বক্তব্য বলেন, প্রেস ক্লাবের সকল সদস্যদের একতাবদ্ধ থেকে প্রেসক্লাবকে গতিশীল করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নিজেদের অবস্থানকে সমাজের কাছে সুসংহত করতে হবে।বর্তমান কার্যকারী কমিটির একটি পদ শূন্য থাকায় সকলের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন দৈনিক দেশ সংযোগ পত্রিকার শ্যামনগর প্রতিনিধি নির্মল কুমার ঘোষ।
প্রেসক্লাবের বিভিন্ন পত্রিকার প্রতিনিধিদেরকে গতিশীল করার লক্ষ্যে সদস্য যাচাই বাছাই কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন,সভাপতি আলহাজ্ব জি এম আকবর, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সদস্য আনিসুজ্জামান সুমন,গাজী সালাউদ্দিন বাপ্পী,এম কামরুজ্জামান। প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধনের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্য হলেন,সভাপতি আলহাজ্ব জি, এম, আকবর কবীর,সাধারণ সম্পাদক জাহিদ সুমন,সদস্য সামিউল মনির। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভার কার্যক্রম শেষ হয়।