১৭ জুলাই শনিবার সকাল ১১টায় সাতক্ষীরাতে শ্যামনগর, তালা ও সাতক্ষীরা সদর উপজেলা সুরক্ষা-নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) উপজেলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।
উন্নয়ন সংগঠন স্বদেশ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সুনাম সদর উপজেলা কমিটির সভাপতি দেবজ্যোতি ঘোষ। সভায় অতিথির বক্তব্য রাখেন, স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত।
তালা সাজেক নামক স্থানে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সুনাম বিভাগীয় সংগঠক শিবানী গাইন। বক্তব্য রাখেন, শ্যামনগর সুনাম কমিটির সাধারণ সম্পাদক কুমুদ গাইন, তালা কমিটির সাধারণ সম্পাদক শেখ ইমরান, সাতক্ষীরা কমিটির সদস্য ফেরদৌস হোসেন, তামান্না খাতুন প্রমুখ।
সভায় সুনাম কতৃক গ্রহীত বিভিন্ন কর্মসুচির বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। সম্প্রতিকালে শ্যামনগর, তালা ও আশাশুনিতে শিশু হত্যা, নারী নির্যাতন, হত্যা আত্মহত্যা বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
করোনা সচেতনতা বৃদ্ধিতে চলতি মাসে ও আগষ্ট প্রথম সপ্তাহে সুনাম কর্তৃক মাস্ক ও লিফলেট বিতরণ এবং বৃক্ষরোপন কর্যক্রমঃ গৃহিত হয়। চলমান করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করা হয়। প্রেসবিজ্ঞপ্তি