বিশেষ প্রতিনিধি : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বিকাল ৩ টায় শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশ, শ্যামনগর থানার আয়োজনে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ৭ মার্চ আনন্দ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য এসএম জগলুল হায়দার কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম আবুজার গিফারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, নকিপুর এইচসি
পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল মান্নান, শ্যামনগর সরকারি মহসিন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জিএম ওসমান গনি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ শহিদুল ইসলাম, নওয়াবেকী গনমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।