দীপক শেঠ, কলারোয়া : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কলারোয়ায় হিন্দু,
বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
অনুষ্ঠিত হয়েছে।

ধর্ম যার যার-রাষ্ট্র সবার’ এই শ্লোগানকে সামনে রেখে খুলনার রুপসা শিয়ালী গ্রামে, পটুয়াখালী কলাপাড়ায়, মৌলভী বাজার, কুলাউড়াসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাংচুর, লুটপাট ও জমি জবর দখলের প্রতিবাদে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার(১১ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে কলারোয়া জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুলের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পার্শ্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা সুনিল কুমার সাহা, সহ-সভাপতি সন্তোষ কুমার পাল, সাধারন সম্পাদক সন্দীপ কুমার রায়, যুগ্ম সম্পাদক মাস্টার উত্তম কুমার পাল, সনাতন ধর্মীয় নেতা হরেন্দ্র নাথ রায়, তপন কুমার রায়, উৎপল কুমার সাহা, দীপক কুমার, পূজা উৎযাপন কমিটির অর্থ সম্পাদক রাম প্রসাদ দত্ত ,নিত্য গোপালসহ অসংখ্য সনাতম ধর্মীয় নেতৃবৃন্দ।

বক্তারা, সংখ্যালঘুদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
জানিয়ে, ধর্মীয় সম্প্রীতির বন্ধনকে সুসংহত রেখে বর্তমান বৈশ্বিক মহামারী
করোনা ভাইরাসকে প্রতিরোধ করে দেশের অগ্রগতি ও উন্নয়নে জাতি,ধর্ম, বর্ণ
নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *