Exif_JPEG_420

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-২ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর সাথে দৈনিক সাতক্ষীরার সকাল পরিবারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রæয়ারি সোমবার বিকাল ৫টায় শহরের মাস্টারপাড়ায় সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর নির্বাচনী কার্যালয়ে সাতক্ষীরার সকাল পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এসময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান, নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, সহ সম্পাদক অহিদুজ্জামান খান, সহ সম্পাদক আশিকুজ্জামান খান, সহ বার্তা সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান সহ পত্রিকায় কর্মরত সাংবাদিকরা নব নির্বাচিত সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু কে ফুলেল শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু বলেন, সাতক্ষীরায় অপসাংবাদিকতায় ছেয়ে গেছে। আপনাদের লেখনির মাধ্যমে অপসাংবাদিকতা দূর করে সুন্দর সমাজ গড়তে হবে।

তিনি আরো বলেন দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকাটির মান খুবই ভালো। খুব তাড়াতাড়ি পত্রিকাটি আরো ভালো অবস্থানে পৌছে যাবে। সাতক্ষীরার সকাল আমি পড়ি, লেখার মান ভালো। আমি পত্রিকাটির সমৃদ্ধি কামনা করি। আমি দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকা অফিসে পরিদর্শনে যাবো। আমি সাংবাদিক ভাইদের সাথে নিয়ে সমাজ উন্নয়নে কাজ করতে চাই। সে জন্য আমি সাতক্ষীরার সাংবাদিক ভাইদের আমার পাশে থাকার আহবান জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *