সৈয়দ মাসুদ রানা, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাটকেলঘাটা বাজারের সব থেকে গুরুত্বর্পূণ সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সড়ক নির্মাণের কাজ শুরু করেন স্থানীয় ব্যবসায়ী, সড়কের পাশে বসবাসকারী আবাসিক বাসিন্দারা ।

বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে ১১ শ ফুট সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন, উক্ত সড়কের পাশে বসবাসকারী তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ মাসুদ রানা, সাধারন সম্পাদক খান হামিদুল, দপ্তর সম্পাদক গাজী রোকুনুজ্জামান, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন টিটো, পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই, শিক্ষক সাংবাদিক মুজিবুর রহমান, শিক্ষক সুপ্রভাত বিট, মফিদুল ইসলাম, ব্যবসায়ী আবু সাঈদ, আবুল হোসেন, মনিরুজ্জামান মনি, শাহা-আলম, আনারুল ইসলাম, বিশ্বাস সানাউর রহমান, রহমত আলী মিঠু, মিহির কুমার ঘোষ, গোপাল চন্দ্র দাশ, খোকন হোসেন, স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াদুদ, মোশারফ হোসেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম বলেন, প্রায় এক যুগ ধরে এ রোডের ব্যবসায়ীরা দুর্ভোগের মধ্যে বসবাস করছিল । এ কাজের শুভ সুচনার মধ্য দিয়ে ব্যবসায়ীদের দীর্ঘ দিনের দূর্ভোগের অবসান হতে যাচ্ছে। প্রতিবছর বর্ষার মৌসুমে রাস্তায় হাটু পরিমান পানি জমে থাকে ।

এ বিষয় উক্ত সড়কে অবস্থিত সাউথ বাংলা শপিং এর মালিক আব্দুল আলিম পলাশ জানান, এ,ডি,পি থেকে দুই লক্ষ টাকার অর্থ সহায়তা । দোকান মালিক, ব্যাবসায়ী সম্বনয়ে তহবিল গঠন করা হচ্ছে। ঘর মালিক প্রতি রানিং ফুটে ২০০ টাকা করে দিবে, মোট ১১শ ফুট দুই ধার থেকে টাকা উত্তোলন করা হবে। মোট আট লক্ষ টাকার বাজেট ধরা হয়েছে সড়কটি নির্মানের জন্য। এ,ডি,পি এল,জি,ডি,পি আই এই কাজের পরামর্শ দাতা হিসাবে থাকবেন ।

সড়কটি পুনঃ নির্মানের সহযোগিতার জন্য স্থানীয় ৮০ জন ব্যবসায়ীরা ৬ লক্ষ টাকার ফান্ড গঠন প্রক্রিয়া চলছে । রাস্তাটি পুনঃ নির্মানের জন্য, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম এর নেতৃত্বে রাস্তার দুই ধারের জমির মালিক ও ব্যবসায়ীদেন নিয়ে কয়েকদফা মতবিনিময় সভাও করেন। রাস্তা নির্মানের বিষয়ে তালা উপজেলা প্রকৌশলী জানান রাস্তাটি কার্পেটিং অনুমোদনের জন্য ঢাকায় পাঠিয়েছি অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।

এদিকে অবহেলিত সড়কটি পুনঃ নির্মাণের কাজ শুরু হওয়ায় উদ্যোগ গ্রহনকারীদের সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *