দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার সখিপুরে আসন্ন ইউনিয়ণ পরিষদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত বিশেষ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, আ.লীগ নেতা আকবর আলী প্রমুখ।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তৃতাকালে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সখিপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী শেখ ফারুক হোসেন রতনকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
এসময় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।