দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুর আলিম মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরনী ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে মাদরাসার হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ সরদারের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলীর ব্যবস্থাপনায় এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরদার, ডাঃ শফিকুল ইসলাম, নব-নির্বাচিত ইউপি সদস্যা সাজু পারভীন, প্রভাষক ওমর ফারুক ও প্রভাষক আবু তালেব।
মাদরাসার সভাপতি সরদার আমজাদ হোসেন ৫ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসে তিন জন করে শিক্ষার্থীর বৃত্তির ব্যবস্থা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক তবিবুর রহমান।