শুক্রবার বিকাল ৪টায় ভাদড়া বাজারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুশখালী ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: সোহাগ হোসেনের পরিচালনায় ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো: আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি সাংবাদিক স ম তাজমিনুর রহমান টুটুল ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবু রায়হান।
এসময় বক্তারা বলেন, এতবড় ধরনের দুর্যোগের মধ্যেও প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় কৃষকলীগের কর্মীদের উপস্থিতি সন্তোষ জনক। তারা দলের টানে দুর্যোগ উপেক্ষা করে সভায় যোগদান করে সভাটিকে সফল করেছেন।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মনিরুল ইসলামকে আহবায়ক, আল আমিনকে যুগ্ম আহবায়ক ও মো: সোহাগ হোসেনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কুশখালী ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি ৯টি ওয়ার্ডে সম্মেলন করে আগামী ২৮ ফেব্রুয়ারী ইউনিয়ন সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি