স্টাফ রিপোর্টার : মাদকের বিরুদ্ধে সাতক্ষীরায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার যেখানে কঠোর অবস্থানে ঠিক সেই মুহুত্তে সদরের কুশখালী এলাকায় প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে মাদক ব্যবসায়ীরা। ওই মাদক ব্যবসায়ীর মধ্যে রয়েছে তৌহিদ ও রুবেল নামের দুই মাদক কারবারি। তৌহিদ (২৭) সদর উপজেলার কুশখালী ছয়ঘরিয়া গ্রামের মাসুদ ঢালীর ছেলে এবং রুবেল (৩০) একই গ্রামের আমিনুর মোল্লার ছেলে।
সূত্রে জানাগেছে, সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে গত ২৯ নভেম্বর ২২ইং দুপুরে ভারত থেকে চোরাচালানির মাধ্যমে তৌহিদ ও রুবেল মাদকের একটি চালান পার করছিলো।
ওই দিন সাতক্ষীরা ৩৩ বিজিবি’র কুশখালী সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মো. রুহুল আমিনের নেতৃত্বে ভারতীয় সীমান্তবর্তী কুশখালী এলাকায় চোরাচালানী প্রতিরোধ টহল চলাকালে হাবিলদার মো. রুহুল আমিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দুই জন ব্যক্তি ভারত থেকে গাঁজা এবং ফেন্সিডিল নিয়ে আসছে।
এখবর পেয়ে বিজিবি’র ওই টহল দল ঘটনার সত্যতা যাচাই করার জন্য দুপুর ১টা ২০ মিনিটের দিকে মেইন পিলার ১০/১ এস হতে অনুমান ১০০গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া মাঠের মধ্যে অবস্থান নেয়। এসময় দুই জন ব্যক্তি প্লাস্টিকের বস্তা হাতে নিয়ে ভারত সীমান্ত হতে মাঠের মধ্য দিয়ে আসতে থাকলে বিজিবি’র অবস্থান টের পেয়ে বস্তা দুটি ফেলে পালিয়ে যায়।
বিজিবি সদস্যরা বস্তা দুটি জব্দ করলে একটি বস্তা থেকে ১৬ কেজি গাঁজা এবং অপর বস্তা থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এবং ওই চোরাচালন ফেলে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করে মাতের নাম ঠিকানা সংগ্রহ করে কুশখালী সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মো. রুহুল আমিন তৌহিদ ও রুবেলের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় এজাহার দাখিল করেন।
সূত্রে জানা গেছে, মাদক চোরাকারবারি তৌহিদ ও রুবেলের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। তৌহিদ ও রুবেল আইনের চোখে পলাতক থাকলেও তারা ধরাছোয়ার বাইরে থেকে সীমান্ত এলাকায় প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে।
সূত্রে আরো জানাগেছে, তৌহিদ ও রুবেলের বিরুদ্ধে সদর থানার পূর্বের মামলায় সাজা হওয়ার ভয়তে তারা দেশ থেকে পালানোর উদ্দেশ্যে পাসপোর্ট করার জন্য আবেদন করেছে। পাসপোর্ট নিতে বর্তমানে আবেদনের প্রেক্ষিতে পুলিশ ক্লিয়ারেন্স নিতে ধর্ণা দিচ্ছে বলে জানা গেছে।
এদিকে মাদক কারবারি তৌহিদ ও রুবেল কে ধরে আইনের আওতায় আনতে সাতক্ষীরা জেলা পলিশের সুযোগ্য পুলিশ সুপার এর সুদৃষ্টি কামনা করেছেন এলাকার মাদক বিরোধী সচেতন মহল।