স্টাফ রিপোর্টার : দীর্ঘ ৩০ বছর যাবত ভোগ দখলে থাকা সাতক্ষীরায় এক আওয়ামী লীগ কর্মীর ৪৪ শতক জমি দখলের অভিযোগ উঠেছে এক জামায়াত কর্মী ও তার লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে শিবপুর ইউনিয়নের খানপুর গ্রামে। উক্ত এলাকার আওয়ামীলীগ কর্মী গিয়াস উদ্দিনের জমি জাহের গং তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে দখল করেছে। গিয়াস উদ্দিন খানপুর এলাকার মৃত সোনায় মোড়লের ছেলে।
আওয়ামী লীগ কর্মী গিয়াস উদ্দিন জানান, ক্রয় সূত্রে দীর্ঘ ৩০ বছর যাবত আগে থেকে আমি খানপুর এলাকায় ৪৪ শতক জমি ভোগ দখলে আছি। সেখানে আমি মাছ চাষ করছি। সম্প্রতি আমার জমিতে চোখ পড়ে রইচপুর এলাকার চিহ্নিত জামায়ত নেতা জাহের ও তার লাঠিয়াল বাহিনীর।
এক সপ্তাহ আগে রইচপুর এলাকার মৃত ইয়াছিন এর ছেলে জাহের ও তার লাঠিয়াল বাহিনী আমার জমিতে ঢুকে আমাকে অকথ্য ভাষায় গালি দেয় ও মারপিট করতে আসলে আমার পরিবার তাদের সাথে ঝামেলা করতে মানা করে। এই সুযোগে বর্তমানে তারা আমার দীর্ঘ দিনের ভোগ দখলীয় জমি দখলে নিয়েছে।
আমি স্থানীয়ভাবে অনেক চেষ্টা করেছি অনেকে মিমাংশার, মিমাংশা করে দেবে বলেও দেয়নি অনেকে। আমি ন্যায় বিচারের জন্য দারে দারে ঘুরেও লাভ হয়নি। জামায়ত নেতা জাহেরের টাকার কাছে সবাই বিক্রি। আমি ন্যায় বিচার চাই।
তিনি আরো বলেন, আমি জমি ফেরত পেতে ও দখলমুক্ত করার জন্য তাদের বিভিন্ন ভাবে বললে তারা আমাকে খুন জখমের হুমকি দেয়। থানা বা আদালতে মামলা করলে দুনিয়া ছাড়া করবে বলে তারা নিত্যদিন হুমকি দিচ্ছে।