নিজস্ব প্রতিনিধি : অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিশ্ব শান্তি ও জাতির মঙ্গল কামনায় সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ করা হয়।

রবিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ নববর্ষ উপলক্ষে গ্রহণ করা হয় নানা কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী সংগীত বৈশাখ বন্দনা, নজরুল গীতি, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, পল্লীগীতি, আধুনিক গান, পুঁথিপাঠ, অভিনয়, আলোচনা ও পানতা উৎসব।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, অরুণ কুমার মন্ডল, মোঃ হাফিজুল ইসলাম, মৃণাল কুমার বিশ্বাস, ভানুবতী সরকার, গীতা রাণী সাহা, আসমাতারা জাহান, আজহারুল ইসলাম, শিক্ষার্থী তিশা আফসানা প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালানা করেন সহকারী শিক্ষক দেবব্রত ঘোষ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *