মাদক মুক্ত জীবনগড়ি সমাজটাকে সুন্দর করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজ কল্যাণ গোল্ডকাপ -২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মাধবকাটি সমাজ কল্যান সংস্থার আয়োজনে ১৩ আগষ্ট শুক্রবার বিকেলে মাধবকাটি পশ্চিমগ্রাম ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করনে ঢাকা কলেজের মেধাবী ছাত্র সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারন সম্পাদক মো: সুমন হোসেন। উদ্বোধনের আগমুহূর্তে শোকের মাস আগষ্ট উপলক্ষে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন বলেন, মাদককে না বলি খেলাধূলা কে হ্যা বলি। মাদক মুক্ত যুব সমাজ গড়তে খেলাধূলার বিকল্প নেই । বর্তমান করোনাকালীণ সময়ে খেলাধূলার মাধ্যমে মানুষকে সুস্থ থাকতে হবে।
সারাদেশ ব্যাপী খেলাধূলা প্রশিক্ষণের লক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কাজ শুরু হয়েছে।
খেলায় অংশ গ্রহন করেন মাধবকাটি কিংস একাদশ বনাম দিগরডাঙ্গা ফুটবল একাদশ । খেলা শুরুর ৪০ মিনিটের মাথায় মাধবকাটি কিংস একাদশের ১১ নং জার্সীধারি ক্যাপ্টেন রনি প্রথম গোল করেন ও দ্বিতীয় অর্ধের ১০ মিনিটের মধ্যে মাধবকাটি কিংস একাদশের সুজন আরও একটি গোল করে। এদিকে খেলার দ্বিতীয় অর্ধের ২৫ মিনিটে দিগরডাঙ্গা ফুটবল একাদশের সিয়াম একটি গোল করেন।
২-১ গোলে খেলায় মাধবকাটি কিংস একাদশ জয়লাভ করে। খেলায় প্রথম গোল দাতাকে আকর্ষনীয় পুরষ্কারে ভূষিত করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: সুমন হোসেন। উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধব কাটি বাজার কমিটির সভাপতি আবুল খায়ের বিশ্বাস ও পরিচালনা করেন মাষ্টার মফিজুর রহমান