স্টাফ রিপোর্টার : ১১ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক বিজয়ের লক্ষে পুন:রায় চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান অসলের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মৃঙ্গিডাঙ্গা বাজারে উক্ত নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
মেম্বর পদপ্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান অসলে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আফাজ উদ্দীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মহাশিন কবীর পিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।