1. altafbabu1@gmail.com : news :
  2. altafbabu1@gmail.com : Satkhira Times : Satkhira Times
May 26, 2024, 2:37 pm
Title :
জনগণের সাথে বেঈমানী করবোনা- গোলাম মোরশেদ জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচনে নাসের-কবির-শাহজাহান পরিষদের প্যানেলের পরিচিতি সভা বিনোদনের মাধ্যমে সুস্থ সমাজ গড়তে ইভটিজিং, সন্ত্রাস ও মাদকরোধ করতে হবে : এসপি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী কাজী নজরুল ইসলাম বাঙালির কবি, মানুষের হৃদয়ের কবি -মেয়র তালুকদার আব্দুল খালেক সড়কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনেরপোতায় মোটরযানের উপর মোবাইল কোর্ট   কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রলি চালক শাওন নিহত   সাতক্ষীরায় ঢাকা টাইমস-এর এক যুগে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত বিশ্বকবি রবী ঠাকুরের ১৬৩তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন ঘোনায় ঘোড়া প্রতিকে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. সোহাগের নির্বাচনী জনসভা ২ দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

সদর ইউএনও দেবাশীষ চৌধুরীর নেতৃত্বে করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় মোবাইল কোর্ট

  • আপডেট সময় Monday, April 5, 2021

আলতাফ হোসেন বাবু : করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল এর নির্দেশে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদ্য পদন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী’র নেতৃত্বে আজ সোমবার দুপুর ১টার পর থেকে শহরের বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় করোনা সংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে ৬টি প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা করা হয়। শহরের রাধারনগর হোটেল ঠিকানায় জনসমাগম করে খাদ্য বিক্রির অভিযোগে ঠিকানা হোটেল এন্ড রেঁস্তোরার মালিক কে ১০ হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ বিচারক দেবাশীষ চৌধুরী।

পুরাতন সাতক্ষীরা হাটখোলায় নিউ রায় জুয়েলার্সের মালিক তরুন রায় তার ব্যবসায় প্রতিষ্ঠান খুলে জনসমাগম করে ধূমপান করার অপরাধে নিউ রায় জুয়েলার্সের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পুরাতন সাতক্ষীরা জাহাঙ্গীর হোটেলে জনসমাগম করে খাদ্য বিক্রির দায়ে ওই হোটেল মালিক জাহাঙ্গীর হোসেন কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ৬টি মামলায় সর্বমোট ৪০,০০০/-(চল্লিশ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ বিচারক দেবাশীষ চৌধুরী।

মোবাইল কোর্ট পরিচালনা কালে সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদ্য পদন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী সকলকে করোনা মহামারি মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 satkhiratimes24.com
Theme Customized By BreakingNews