শহরে সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের মাসিক মিটিং উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) রাতে পুরাতন সাতক্ষীরাস্থ সন্তোষ’র মোড়ে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্মাণ শ্রমিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক।
সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় আহবাক কমিটির সদস্য ইমরান হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক জামাল আহমেদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. সাইদুল ইসলাম, সঞ্জয় দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (বাবু), মো. শাহিনুর সরদার, সহ সাংগঠনিক সম্পাদক মো. মিলন হোসেন, মহিলা সম্পাদিকা শেফালী পারভীন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. মাহবুবর রহমান, পৌর শাখার আহবায়ক শরিফুল ইসলাম প্রমূখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জাামান (মনি)। সভায় নতুন সদস্য সংগ্রহ, সংগঠনের তহবিল বৃদ্ধিকরণ, প্রত্যেকটি ইউনিয়নে কমিটি গঠন, অধিকার বঞ্চিত শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন করা, মাসিক চাঁদা সংগ্রহ ও ব্যয় সম্পর্কে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।(প্রেস বিজ্ঞপ্তি)