স্টাফ রিপোর্টারি : সাতক্ষীরা সদর উপজেলা ফানির্চার ও রং শ্রমিক ইউনিয়ন (রেজি: নং খুলনা-২০২৬)এর বিশেষ সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা ফানির্চার ও রং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১৩ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৪টায় শহরের কুখরালী মোড়ে সংগঠনের কার্যালয়ে উক্ত বিশেষ সভা ও পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা ফানির্চার ও রং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: ইউসুফ আলী সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক এছাক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মিরাজ আলী, হাসান আলী, আব্দুল গফ্ফার, মি: নিলু সরকার, হাফিজুল ইসলাম, মুকতার আলী, মুছাক সরদার, সাইদুল প্রমুখ।
সদর উপজেলা ফানির্চার ও রং শ্রমিক ইউনিয়নের বিশেষ সভায় সভাপতির বক্তব্যে মো: ইউসুফ আলী সরদার বলেন, সম্প্রতি অন্য একটি সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন পেইন্ট, নিপ্পন, বার্জার পেইন্ট, এশিয়া পেইন্ট, এলীট পেইন্টের বাজার মূল্য বেশি হওয়ায় ওই প্রোডাক্ট তারা বর্জন করবে।
আমাদের সংগঠনের আওতায় ৩০০ এর অধিক কার্ডধারী পেইন্ট মিস্ত্রী রয়েছে। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি পেইন্ট, নিপ্পন, বার্জার পেইন্ট, এশিয়া পেইন্ট, এলীট পেইন্টের মালামাল সদর উপজেলা ফানির্চার ও রং শ্রমিক ইউনিয়নের সকল রং সাব কন্টাকটার বা রং মিস্ত্রীদের কে এই কোম্পানীর মালামাল ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি।
এছাড়া সভায় মনিরুল ইসলাম কে সভাপতি ও তরিকুল ইসলাম কে সাধারণ সম্পাদক মনোনীত করে ঝাউডাঙ্গায় ১০ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন করা হয়।