আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিচারপ্রক্রিয়া শেষে তার সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন দেশটির সামরিক সরকারের (জান্তা) প্রধান মিন অং হ্লাইং। এছাড়া, সু চির বিরুদ্ধে পরিচালিত সব মামলায় তিনি দণ্ডিত হলেও গৃহবন্দী থাকবেন বলে জানিয়েছেন জান্তা প্রধান।
শুক্রবার এক বিবৃতিতে জান্তাপ্রধান বলেন, ‘আইন মেনে তার (সু চি) বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার মনোভাবের ওপর ভিত্তি করে আমরা আলোচনার বিষয়টি বিবেচনা করতে যাচ্ছি।’
গত বছরের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ৭৭ বছর বয়সী সু চি। বেশ কয়েকটি অভিযোগে জান্তা পরিচালিত রুদ্ধদ্বার আদালতে সু চির বিচার চলছে। এখনও পর্যন্ত একাধিক মামলায় তার ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। বাকি মামলাগুলোয় দোষী সাব্যস্ত হলে তার কয়েক দশক পর্যন্ত সাজা হতে পারে।
সু চির বিরুদ্ধে চলমান মামলার শুনানিতে সাংবাদিকদের অংশগ্রহণ নিষিদ্ধ। এমনকি সাংবাদিকদের সঙ্গে সু চির আইনজীবীদের কথা বলার ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সু চির বিরুদ্ধে পরিচালিত মামলাগুলোর শুনানি কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি জান্তা সরকার।