সম্প্রীতি বাংলাদেশ -এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় জেলায় সম্প্রীতি বাংলাদেশ –এর জেলা কমিটির উদ্যোগে শহরের খুলনা রোডমোড় ও সদর হাসপাতাল এলাকায় পথচারী, পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এসময় মাস্ক ব্যবহার না করা পথচারীদের মাঝে মাস্ক বিতরণ এবং করোনা বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি বিভিন্নস্থানে কর্তব্যরত পুলিশ সদস্য ও সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের মাঝে মাস্ক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক শিক্ষক লায়লা পারভীন সেজুঁতি, সম্প্রীতি বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ, আহবায়ক কমিটির সদস্য সংগীত শিল্পী চৈতালী মুখার্জী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ওসমান গনি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএফএম এন্তাজ আলী সংসদের পক্ষে তাঁর কনিষ্ঠ পুত্র সাংবাদিক মেহিদী আলী সুজয়, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বাপ্পী, জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক মিলন রায়, সদস্য সচিব রনজিত ঘোষ প্রমুখ।
উল্লেখ্য সম্প্রীতি বাংলাদেশ –এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক হিসেবে আছেন অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায় এবং সদস্য সচিব হিসেবে আছেন চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. মামুন-আল-মাহতাব স্বপ্নীল।